March 10, 2010

পরিবেশবান্ধব প্লাষ্টিক আবিস্কার করেছে আইবিএম IBM makes Earth-friendly plastic from plants

আইবিএম জানিয়েছে তারা গাছ থেকে পরিবেশবান্ধব প্লাষ্টিক তৈরীর পদ্ধতি বের করেছে। বর্তমানে প্লাষ্টিক তৈরী হয় পেট্রোলিয়ামভিত্তিক পদার্থ দিয়ে যা পরিবেশের জন্য ক্ষতিকর। আইবিএম-এর একজন ব্যবস্থাপক চন্দ্রশেখর নারায়ন একথা জানিয়ে বলেছেন এরফলে মাটিতে মিশে যেতে পারে এমন প্লাষ্টিক তৈরীর সম্ভাবনা দেখা দিয়েছে।
অর্গানিক ক্যাটালিষ্ট নামের বিশেষ মৌল ব্যবহারের কারনে এগুলি বারবার রিসাইকেল করা যাবে। বিপরীতে বর্তমানের পেট্রোলয়ামজাত প্লাষ্টিক রিসাইকেল করা যায় মাত্র একবার। এছাড়া এটা ব্যবহার করে ওষুধ তৈরীও সম্ভব। যেমন ক্যান্সারের সেলগুলি ধ্বংস করবে অথচ সাধারন সেলের কিছু হবে না এমন ওষুধ।
আইবিএম এবিষয়ে কাজ করছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ সিটির বিজ্ঞানীদের সাথে। সেখানে নতুন এই প্রযুক্তিতে তৈরী প্লাষ্টিক দিয়ে তৈরী আধার খাদ্য রাখার কাজে এবং রিসাইকেল করার কাজে প্রয়োগ করে দেখা হচ্ছে।
প্লান্ট প্লাষ্টিক বা গাছ প্লাষ্টিক ব্যবহার করে কমদামে গাড়ির পার্টস, কোমল পানীয়ের বোতল ইত্যাদি তৈরী করা যাবে, বলেছেন নারায়ন।

No comments:

Post a Comment