March 9, 2010

সনি থ্রিডি টিভি বিক্রি করবে জুন থেকে Sony to Begin Worldwide 3D TV Launch in June

প্যানাসনিক থ্রিডি টিভি বিক্রি শুরু করছে আগামীকাল থেকে, আর জুনের ১০ তারিখ থেকে বিক্রি শুরু করবে সনি। শুরুতে তাদের ৪০ ইঞ্চি এবং ৪৬ এই দুই মাপের দুটি মডেল ছাড়া হবে। একই সময়ে ফার্মঅয়্যার আপগ্রেড করে তাদের প্লেষ্টেনকেও থ্রিডি উপযোগি করা হবে।
জুনে ছাড়া ৪০ ইঞ্চি মডেলের দাম ২,৯০,০০০ ইয়েন (৩,২১৫ ডলার) এবং ৪৬ ইঞ্চি মডেলের দাম ৩,৫০,০০০ ইয়েন। এগুলির সাথে দুটি করে থ্রিডি চশমা দেয়া হবে। জুলাইতে ৫২ এবং ৬০ ইঞ্চি মডেল ছাড়া হবে। এছাড়া আরো ৪টি থ্রিডি-রেডি মডেল ছাড়া হবে যারজন্য পৃথকভাবে চশমা এবং ট্রান্সমিটার কিনতে হবে। পৃথকভাবে একেকটি চশমার দাম ১২,০০০ ইয়েন।
প্রতিটি সেটে রিয়েল টাইম টুডি-থ্রিডি কনভার্টার থাকবে। যারফলে যেকোন টুডি ভিডিওকে থ্রিডি দেখা যাবে। তারা এর নমুনা দেখিয়েছে।
প্যানাসনিক এবং সনি ছাড়াও থ্রিডি টিভি নিয়ে কাজ করছে স্যামসাং এবং এলজি। এদের মধ্যে স্যামসাং তাদের থ্রিডি টিভির বিক্রির প্রচারনা শুরু করেছে।
এদিকে এরই মধ্যে থ্রিডি চশমার ষ্টান্ডার্ড নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে এক কোম্পানীর চশমা অন্য কোম্পানীর টিভিতে ব্যবহার করা যায় না।

No comments:

Post a Comment