March 9, 2010

অস্কারে চমক – ৩টি পুরস্কার পেল অবতার Oscar winning movies 2010

অস্কারের আগে অনেক কথা উঠেছিল জেমস ক্যামেরনের থ্রিডি মুভি অবতার নিয়ে। ৩টি পুরস্কার পেয়েছে অবতার। এরমধ্যে স্পেশাল ইফেক্টের জন্য পুরস্কার পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। এমনকি সিনেম্যাটোগ্রাফির পুরস্কার নিয়েও। তবে সেরা ছবির পুরস্কার পায়নি। যদিও অস্কার না পেলেও গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা ছবি এবং সেরা পরিচালক দুইই তাদের দখলে।
সেরা ছবির পুরস্কার পেয়েছে দি হার্ট লকার, যার নাম অনেকের কাছেই অপরিচিত। সেরা পরিচালক ক্যাথরিন বিগলো পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেতার পেয়েছেন জেফ ব্রিজেস, ক্রেজি হার্ট ছবিতে অভিনয়ের জন্য।
যারা পুরস্কারের তালিকা দেখে ছবিগুলো দেখে নিতে আগ্রহি তাদের জন্য পুরস্কারপ্রাপ্ত ছবিগুলির নাম জানানো হচ্ছে;
The Heart Locker (best picture, best direction, best video editing, best sound editing, best sound mixing), Crazy Heart (Jeff Bridges, best leading role, best music), Inglorious Bustards (Christoph Waltz, best supporting role),  The Blind Side (Sandra Bullock, best leading actress), Precious (MoNique, best supporting actress), Up (best animated feature film), Avtar (best art direction, best cinematography, best visual effect), Star trek (best makeup), The new tenants (best short film) Logorama (best animated short film).
অবতারের সাথে সংস্লিষ্ট আরেকটি খবর, বাংলাদেশে থ্রিডি অবতার দেখানোর আয়োজন করছে ইমপ্রেস। তাদের বক্তব্য অনুযায়ী এজন্য বিপুল পরিমান থ্রিডি গ্লাস (বিশেষ ধরনের চশমা) আনা হচ্ছে। আগামী মাস তিনেকের মধ্যেই সিনেপ্লেক্স, বলাকা দিয়ে যাত্রা শুরু করে সারা দেশেই দেখানোর ব্যবস্থা করা হবে।

No comments:

Post a Comment