March 8, 2010

প্যানাসনিকের জি-২ ক্যামেরা Panasonic Lumix DMC-G2

প্যানাসনিক তাদের মাইক্রো ফোর থার্ড ক্যামেরা জি-১ এর উন্নত সংস্করন জি-২ ছেড়েছে। এর উল্লেখযোগ্য পবের্তন হচ্ছে ৩ ইঞ্জি ডিসপ্লেকে যেকোনদিকে ঘুরানো যায় এবং এটি টাচস্ক্রিন। অটোফোকাস থেকে শুরু করে সাটার রিলিজের কার্জ করা যায় এই টাচ প্যানেল থেকেই। এছাড়া এতে ভিউ ফাইন্ডার যোগ করা হয়েছে।
এতে আগের ১২.১ মেগাপিক্সেল সেন্সর রেজ্যুলুশন অপরিবর্তিত রয়েছে ৪০০০-৩০০০ পিক্সেল ছবি উঠানো যাবে। তবে ইমেজ প্রসেসর উন্নত করা হয়েছে। নতুন প্রসেসরের নাম ভেনাস ইঞ্জিন এইচডি ২।
কন্টিনিউয়াস শ্যুটিং ৩.২ ফ্রেম উঠানো যাবে। আইএসও ১০০ থেকে ৬,৪০০। আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে। এভিসি এইচডি লাইট অথবা মোশন জেপিজি মোডে ভিডিও রেকর্ড করা যাবে।
এরসাথে তাদের নতুন ষ্ট্যাবিলাইজেশন সহ ১৪-৪২ মিমি  এফ/৩.৫-৫.৬ লেন্স দেয়া হবে কিটলেন্স হিসেবে। লাল, নীল, কালো ইত্যাদি রঙে ক্যামেরাটি পাওয়া যাবে। বিক্রির সময় এবং দাম এখনও জানানো হয়নি।

No comments:

Post a Comment