March 27, 2010

হ্যাকারের ২০ বছর জেল hacker sentenced in third credit card theft case

আমেরিকার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত হ্যাকিংএর ঘটনায় হ্যাকারকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। ক্রেডিট কার্ড জালিয়াতি এবং আরো দুটি জালিয়াতি মামলায় মোট ২০ বছর কারাবাসের নির্দেশ দেয় বোষ্টনের আদালত। বর্তমানে হ্যাকার আলবার্ট গন্জালেজ এর বয়স ২৮ বছর।
গতবছর সে স্বীকার করে বিভিন্ন খুচরা বিক্রেতার কম্পিউটার সিষ্টেম হ্যাক করে সে বহু ক্রেতার ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে। একে বলা হচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি। লক্ষ লক্ষ ক্রেডিট কার্ডের টাকা চুরির দলের নেতা ছিল গঞ্জালেস। অনুমান করা হচ্ছে বছরে ৭৫ হাজার ডলার আয় করত সে। এই তথ্য জানার পর তার দন্ডাদেশ আরো ২৪ ঘন্টা বাড়িয়ে ২০ বছর ১ দিন করা হয়েছে।
বিচার চলাকালে নিজের অপরাধ স্বীকার করে গন্জালেস ১০ লক্ষ ডলারের কথা। এর একটা অংশ সে মাটির নিচে লুকিয়ে রেখেছে, বিএমডব্লিউ গাড়ি কিনেছে, রোলেক্স ঘড়ি কিনেছে, বান্ধবীর জন্য টিফানি হীরের দুল কিনেছে ইত্যাদি।
২০ বছর বারাবাসের পর মুক্তি পেলেও পরবর্তী ৩ বছর নজরদারীর মধ্যে থাকতে হবে তাকে।

No comments:

Post a Comment