March 29, 2010

এএমডি ১২ কোর প্রসেসর 12 core processor from AMD, 8 core from Intel

মাইক্রোপ্রসেসর নির্মাতা এডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং ইন্টেল দুজনেই বহুকোর বিশিষ্ট প্রসেসর তৈরীতে প্রস্তুত। ইন্টেল ৮ কোর প্রসেসর তৈরী করবে বলে ধারনা করা হচ্ছে আর তাদের প্রধান প্রতিদ্দন্দী এএমডি তৈরী করছে ১২ কোর প্রসেসর।
কয়েক বছর ধরেই ২ এবং ৪ কোর প্রসেসর বিক্রি করছে এই দুই কোম্পানী। ৬ কিংবা আরো বেশি কোর ব্যবহার করলে দাম বেড়ে যায় অস্বাভাবিক রকমের, আবার হাই এন্ড সার্ভারের জন্য সেটা প্রয়োজনও।
সাধারনভাবে, কোর যত বেশি প্রসেসিং তত দ্রুত হওয়ার কথা। এজন্য সার্ভারগুলি অনেক প্রসেসর একসাথে ব্যবহার করে। এই কাজকে এক প্রসেসরে আনার জন্য কাজ করছে দুটি কোম্পানীই।
এএমডির ৬১০০ সিরিজের প্রসেসরে ১২ কোর ব্যবহার করা হবে। বড় ধরনের সার্ভার নির্মাতা এইচপি, ডেল, ক্রে এরা এই প্রসেসর ব্যবহার করা সিষ্টেমের ঘোষনা দেবে বলে ধারনা করা হচ্ছে।
একটি ১২ কোর ২.৩ গিগাহার্টজ এএমডি প্রসেসরের দাম হবে ১,৩৮৬ ডলার। আর ২.৪ গিগাহার্টজ ৬ কোর প্রসেসরের দাম ৭৪৪ ডলার।
এমাসেই আগের দিকে ইন্টেল তাদের জিয়ন ৫৬৮০ ৬ কোর প্রসেসরের ঘোষনা দিয়েছে। এর দাম ১,৬৬৩ ডলার। অল্পদিনের মধ্যেই তারা ৮ কোর প্রসেসর আনবে।

No comments:

Post a Comment