March 28, 2010

মোবাইল বিজ্ঞাপন ব্যবস্থা চালু করতে যাচ্ছে এপল iAd, mobile ad platform is Apple's next big thing

আগামী সপ্তাহে বাজারে আসতে যাচ্ছে এপলের আইপ্যাড। এরই মধ্যে খবর বেরিয়েছে এপ্রিলের ৭ তারিখে নতুন একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এপল। মোবাইল ফোনে বিজ্ঞাপনের ব্যবস্থা। নাম আই-এ্যাড। বর্তমানে এক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য গুগলের। কাজেই এটা সরাসরি এপল-গুগল প্রতিদ্বন্দিতা মনে করছেন অনেকেই।
এতে একেবারে অবাক হওয়ার কিছু নেই। গুগল মোবাইল বিজ্ঞাপন সংস্থা এডমব কেনার পর গত জানুয়ারীতে এপল কোয়াট্রো নামের মোবাইল বিজ্ঞাপন কোম্পানী কিনেছে সাড়ে ২৭ কোটি ডলারে। কিছুদিন ধরেই তাদের এপ ষ্টোরে এপ ষ্টোর টিপ নামে একটি বিষয় চালু রয়েছে।
এপল মিউজিকের ক্ষেত্রে যেভাবে আধিপত্য বজায় রাখতে পেরেছে সে চেষ্টা বিজ্ঞাপনের ক্ষেত্রেও করবে এটাই স্বাভাবিক। তাদের নতুন ব্যবস্থার নাম আই-এ্যড হোক বা না হোক, তারা এই লোভনীয় ব্যবসায় ভাগ বসাতে যাচ্ছে এটা নিশ্চিত।

No comments:

Post a Comment