March 6, 2010

এপল আইপ্যাড বিক্রি শুরু হচ্ছে ৩ এপ্রিল IPad to hit stores April 3

এপল জানিয়েছে তাদের আইপ্যাড বিক্রি শুরু হবে এপ্রিলের ৩ তারিখে, তাদের আগের ঘোষনার চেয়ে সামান্য দেরীতে। আমেরিকার বাজারে ৩ তারিখ থেকে বিক্রি করলেও বাকি বিশ্বে পাওয়া যাবে মাসের শেষদিকে। এই খবর জানানোর পরই এপলের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৪.৩ ভাগ, আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
৯.৭ ইঞ্চি টাচস্ক্রিনের আইপ্যাড দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে, ভিডিও দেখা যাবে, গেম খেলা যাবে এবং ই-বুক রিডার হিসেবে ব্যবহার করা যাবে। ২০০৭ সালে আইফোন ছাড়ার পর এটা এপলের পরবর্তী আলোড়ন সৃষ্টিকরা পণ্য। জানুয়ারীর শেষদিকে এপল প্রধান ষ্টিভ জবস এর ঘোষনা দিলেও আন্তর্জাতিক বাজারে কখন বিক্রি হবে সেকথা জানানো হল এখন।
আইপ্যাড শুধুমাত্র ওয়াই-ফাই, ওয়াই-ফাই ও থ্রিজি ইত্যাদি বিভিন্ন কানেকটিভিটিসহ এবং বিভিন্ন ধরনের ধারনক্ষমতার বিক্রি হবে। শুধুমাত্র ওয়াই-ফাই সহ প্রাথমিক আইপ্যাডের দাম ৪৯৯ ডলার।

No comments:

Post a Comment