March 26, 2010

হাই ডেফিনিশন ভিডিও নিয়ে স্যামসাং ওয়েভ এবং গ্যালাক্সি এস Samsung Wave and Galaxy S play 720p DivX

একেবারে চমকে দেয়া স্পেসিফিকেশনের স্মার্টফোন গ্যালাক্সি এস বাজারে আনছে স্যামসাং। বলা হচ্ছে আজ পর্যন্ত বাজারে আসা এন্ড্রয়েড ফোনের মধ্যে সবাইকে পেছনে ফেলেছে এটা। এতে রয়েছে বিশাল ৪ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে, ১ গিগাহার্টজ প্রসেসর, তারপরও একেবারে পাতলা গড়ন।
এরজন্য এন্ড্রয়েড ২.১ কে বিশেষভাবে কাষ্টমাইজ করা হয়েছে। অন্যান্য সবকিছুর সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা যা ৭২০পি, ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিসপ্লের মান অসাধারন। কানেকটিভিটি হিসেবে ওয়াইফাই, থ্রিজি, এ-জিপিএস সবই রয়েছে এতে। এছাড়া ইউএসবি, ব্লুটুথ ৩.০ কানেকটিভিটি রয়েছে।
ফোনটি দুধরনের ভার্শনে পাওয়া যাবে, ৮ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরীসহ। দুধরনের ভার্শনেই মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে।
১ গিগাহার্টজ প্রসেসর ফোন মাত্র ৯.৯ মিমি পুরু, এইচডি ভিডিওর জন্য ডিভএক্স এবং এক্সভিড কোডেক, এইচডি ভিডিও রেকর্ডিং সব মিলিয়ে ক্রেতাকে আকৃষ্ট করবে সন্দেহ নেই।
একই সময়ে ওয়েভ নামে আরেকটি ফোন ছাড়া হয়েছে। এস-৮৫০০ ওয়েভ হচ্ছে প্রথম ডিভএক্স সার্টিফায়েড এইচডি ফোন। আই-৯০০০ এস এর ঠিক একটু এগিয়ে এই বিষয়ে। এই ফোনে ৩.৩ ইঞ্চি ডিসপ্লে, এছাড়া বাকি সবকিছু একই মনে হবে।
স্যামসাং ওয়েভ এর অনলাইন অর্ডার নেয়া হচ্ছে। বৃটেনে এর দাম ৩৩৯ পাউন্ড (৩৮০ ইউরো)। মে ১৭ তারিখ থেকে এটা হাতে পাওয়া যাবে। গ্যালাক্সির দাম এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment