March 23, 2010

এডবি লাইটরুমে ভিডিও যোগ হচ্ছে Adobe Lightroom to add video features

সাম্প্রতিক সময়ে ফটোশপের তুলনায় লাইটরুমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। মুলত ফটোগ্রাফাররা এই সফটঅয়্যার ব্যবহার খুব সহজে ছবির আলো পরিবর্তন সহ সব ধরনের সমস্যা সমাধানে। আগামীতে ভিডিওর সমস্যা সমাধানের জন্যও এই সফটঅয়্যার ব্যবহার করা যাবে। ভিডিওর নয়েজ রিডাকশন সহ আরো কিছু প্রাথমিক কাজ করা যাবে এতে।
পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরায় ভিডিও করা যায় অনেক আগে থেকেই। ইদানিংকালের এসএলআর ক্যামেরাতেও ভিডিও রেকর্ডের সুবিধে যোগ করা হয়েছে। কাজেই ধরে নেয়া যায় একারনেই এই সফটঅয়্যারে ভিডিওর ব্যবস্থা।
লাইটরুম ভার্শন ৩ এখনও বেটা পর্যায়ে রয়েছে। এতে আরো যা যা থাকবে বলা হয়েছে তারমধ্যে রয়েছে সরাসরি ক্যামেরা থেকে কম্পিউটারে ছবি উঠানোর ব্যবস্থা। অর্থাত ছবি উঠানোর সাথেসাথেই তা কম্পিউটারে চলে যাবে। ক্যানন এবং নাইকনে এই সুবিধা পাওয়া যাবে।
এই তথ্য জানানোর পাশাপাশি লাইটরুম ৩ এর বেটা ২ ডাউনলোডের জন্য দিয়েছে এডবি।

No comments:

Post a Comment