March 16, 2010

ডটকম ওয়েবসাইটের ২৫ বছর 25 years of dotcom

২৫ বছর আগে ঠিক এই দিনে কেমব্রিজের সিমবোলিক কম্পিউটারস তাদের ওয়েবসাইট রেজিষ্টার করেছিল নামের শেষে ডটকম ব্যবহার করে। একই বছরে আরো অনেকে এই দলে যোগ দেয়। ১২ বছরে এই সংখ্যা দাড়ায় ১০ লক্ষে। আর বর্তমানে প্রতিমাসে নতুন ডটকম ওয়েবসাইটের সংখ্যা প্রায় ৭ লক্ষ।
গুগল ডটকম যাত্রা শুরু করা ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর, ইয়াহু ১৯৯৫ সালের ১৮ জানুয়ারী, ফেসবুক ১৯৯৭ সালের ২৯ মার্চ, টুইটার ২০০০ সালের ২১ জানুয়ারী সম্ভবত দিনের হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট। ডটকম ছাড়া বর্তমান ইন্টারনেটের চেহারা কি হতে পারে ধারনা করতে পারেন ? প্রতি ২০টি ওয়েবসাইটের ১৩টির শেষে রয়েছে ডটকম।

No comments:

Post a Comment