March 4, 2010

অপেরা ১০.৫ বাজারে Opera 10.5 hits desktop Windows

ব্রাউজার ব্যবহারের দিক থেকে অপেরা জনপ্রিয়তায় অন্যদের থেকে পিছিয়ে থাকতে পারে তাই বলে এতে চমকের অভাব নেই। বাজারে আসা নতুন অপেরা ১০.৫ কে বলা হচ্ছে সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার। এর নতুন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ৭ গুন দ্রুতগতিতে কাজ করে, যার সাথে তুলনা করার মত অবস্থানে নেই কোন প্রতিযোগি।
অপেরা ১০.৫ ভার্শনে প্রাইভেট ট্যাব এবং প্রাইভেট উইন্ডো ব্রাউজিং বলে ফিচার রয়েছে। এই ফিচার আপনি কোন সাইটে গেছেন সেই তথ্য অপেরা নিজেই মুছে দেয়।
এতে উইন্ডোজ ৭/ভিসতা ইন্টিগ্রেশন রয়েছে। তাদের নতুন ফিচারগুলি অনায়াসে মানিয়ে যাবে এর সাথে। সম্প্রতি ইউরোপিয় ইউনিয়ন মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছে ব্যবহারকারীদের ব্রাউজার বেছে নেয়ার সুযোদ দেয়ার। কাজেই অপেরার দিকে কিছু ব্যবহারকারী যাবেন এটা ধরে নেয়া যায়।
আপাতত শুধুমাত্র উইন্ডোজের জন্য এই ভার্শন ব্যবহার করা যাবে। আপনিও ডাউনলোড করতে পারেন এখান থেকে।

No comments:

Post a Comment