September 22, 2010

এক মোবাইলে ৩ সিম কার্ড Spreadtrum technology enables three SIM cards in one phone

গতবছর থেকে ডুয়াল সিম মোবাইল সেট জনপ্রিয় হতে শুরু করেছে। স্প্রেডট্রাম মনে করছে এটাও যথেষ্ট না, এক হ্যান্ডসেটে একসাথে ৩টি সিম কার্ড লাগানো প্রয়োজন। এজন্য তারা এমন চিপ তৈরী করেছে যা একসাথে ৩টি সিম চালূ রাখবে।
SC6600L7 নামের এই চিপের  সবধরনের পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছে তারা। অবশ্য এটা ব্যবহার করা মোবাইল ফোন কখন তৈরী হবে সেটা জানানো হয়নি।

No comments:

Post a Comment