September 28, 2010

ব্লাকবেরি ট্যাবলেটের নাম প্লে-বুক BlackBerry PlayBook

ব্লাকবেরি ফোনের নির্মাতা রিসার্চ ইন মোশন ট্যাবলেট তৈরী করতে যাচ্ছে, এই গুজবের সবটাই সত্য,  কেবলমাত্র নাম বাদ দিয়ে। ব্লাকপ্যাড সহ অন্যান্য নাম মিডিয়ায় প্রকাশ পেলেও তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এর নাম প্লেবুক। ক্যামেরাসহ ৭ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট আগামী বছর দ্বিতীয়ভাবে আমেরিকার বাজারে বিক্রি শুরু হবে।
এর ওজন ১ পাউন্ডের কম, পুরুত্ব ৯.৭ মিমি, ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে সামনে ৩ মেগাপিক্সেল ক্যামেরা, দুটিই হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডে সক্ষম এগুলি এর বৈশিষ্ট।
৭ ইঞ্চি ডিসপ্লে স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব এর সমান। ১০২৪-৬০০ রেজ্যুলুশনের স্ক্রীন মাল্টিটাচ। এতে ১ গিগাহার্টজ প্রসেসর এবং ১ গিগাবাইট র‌্যাম থাকবে (আইপ্যাডের র‌্যাম ২৫৬ মেগাবাইট)। এইচটিএমএল৫, ফ্লাশ সবই ব্যবহার করা যাবে। কিউএনএক্স সফটঅয়্যারের তৈরী নতুন অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হবে এতে। গত এপ্রিলে রিম এই কোম্পানী কিনে নেয়। এতে মাল্টিটাস্কিং কাজ করবে।
কানেকটিভিটির দিকে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, থ্রিজি এবং ফোরজি সাপোর্ট। এছাড়া মাইক্রোইউএসবি, মাইক্রো এইচডিএমআই পোর্ট থাকবে। এতে ফুল হাই ডেফিনিশন ভিডিও প্লে করা যাবে।

No comments:

Post a Comment