September 16, 2010

ইন্টারনেট এক্সপ্লোরার ৯ বেটা Internet Explorer 9 Beta

মাইক্রোসফট তাদের ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শন রিলিজ দিয়েছে। এতে পুরো হার্ডঅয়্যার এক্সিলারেশনের সুযোগ আনা হয়েছে। বর্তমানের অন্যান্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স কিংবা ক্রোম থেকে অনেক কম রিসোর্স ব্যবহার করবে, কারন এগুলি আংশিক এক্সিলারেশন ব্যবহার করে।
কেউ কেউ বলছেন এটা ব্রাউজারের ক্ষেত্রে নতুন যুগ সুচনা করবে। ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে। অবশ্য ডাউনলোড করার আগে আপনার অপারেটিং সিষ্টেম কি সেটা নিশ্চিত হয়ে নিন। এরজন্য উইন্ডোজ ৭ প্রয়োজন হবে। যদি এক্সপি ব্যবহার করেন তাহলে কখনোই এই ভার্শন ব্যবহারের সুযোগ পাবেন না।

No comments:

Post a Comment