September 23, 2010

সনির সুপার-স্লিম ওয়াকম্যান Sony's new Walkman S750

সনি তাদের ডিজিটাল মিডিয়া প্লেয়ার ওয়াকম্যান এর একেবারে পাতলা সংস্করন বাজারে ছাড়তে যাচ্ছে। অডিও-ভিডিও ব্যবহার উপযোগি ওয়াকম্যান এস৭৫০ এর পুরুত্ব মাত্র ৭.২ মিলিমিটার। এতে নয়েজ ক্যানসেলিং, অডিও এনহ্যান্সমেন্ট টেকনোলজি, কারাওকি মোড রয়েছে। এক চার্জে ৫০ ঘন্টা গান শোনা যাবে এই ওয়কম্যানে।
এর সাথে দেয়া ইএক্স ইন-এয়ার হেডফোন ৯৮ ভাগ বাইরের শব্দ বাদ দিতে পারে। কাজেই হট্টগোলের মধ্যেই নিখুত শব্দ শোনা যাবে। এছাড়া ক্লিয়ার বাস এবং ক্লিয়ার ষ্টেরিওসহ ক্লিয়ার অডিও টেকনোলজি ব্যবহার করায় শব্দের মান হবে উন্নত। কারাওকি মোডে গানের কথাগুলি লেখা দেখা যাবে, শুধুমাত্র মিউজিক শোনা যাবে। ফলে এরসাথে মিল করে নিজেই ঠোট মেলানোর সুযোগ পাবেন।
ভিডিওর জন্য এতে রয়েছে ৭২০-৪৮০ পিক্সেল রেজ্যুলুশনের ২ ইঞ্চি ডিসপ্লে। একে টিভির সাথে সংযোগ দিয়ে ব্যবহার করা যাবে। একচার্জে ভিডিও দেখা যাবে ১০ ঘন্টা। এছাড়া এফএম রেডিও শোনা যাবে এখান থেকেই।
অক্টোবর থেকে ওয়াকম্যান বাজারে পাওয়া যাবে। ৮, ১৬ এবং ১৬ গিগাবাইট ধারনক্ষমতার এই সেট পাওয়া যাবে বিভিন্ন রঙে।

No comments:

Post a Comment