September 19, 2010

বৃটেনের বিজ্ঞানীর দাবী : অচিরেই কোয়ান্টাম কম্পিউটার Quantum computing within 5 years

কোয়ান্টাম বিষয়টি অনেকের কাছেই জটিল নিশ্চয়ই। সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের সেটা জানারও প্রয়োজন নেই। ১৯৬৮ সাল থেকে আলোচনায় এলেও বাস্তবে এর ব্যবহার নিয়ে কোন অগ্রগতি হয়নি। কিন্তু বৃটেনের সেন্টার ফর কোয়ান্টাম ফোটোনিকস এর একটি দলের পক্ষে জেরেমি ওব্রায়ান চমকে দিয়েছেন এক খবরে। তারা এমন এক পদ্ধতি আবিস্কার করেছেন যারফলে আগামী ৫ বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরী সম্ভব হবে।
আবারো কোন জটিলতায় না গিয়ে সরাসরি এর সুবিধের কথা উল্লেখ করা যাক। এটা বর্তমানের প্রযুক্তর ইলেকট্রিসিটির পরিবর্তে কাজ করবে আলোর সাহায্যে। এজন্য তারা ফোটোনিক চিপ তৈরী করেছেন। ফলে এই কম্পিউটার এমন গতিতে কাজ করবে যা বর্তমানের কম্পিউটারে কল্পনাও করা যায় না।
একথা ঠিক যে ৫ বছরে তৈরী হলেও আপনার টেবিলে আসার আগে সেটা যাবে বড়বড় সরকারী সংস্থার হাতে। পশ্চিমা দেশের হিসেবে ডিফেন্স বিভাগে। তারপরও, একসময় ব্যবহারের সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে।

No comments:

Post a Comment