September 20, 2010

৭২০পি ভিডিও, প্রজেক্টর সহ থ্রিএম শ্যুট এন্ড শেয়ার 3M Shoot-N-Share , 720p video capture plus a pocket projector

হাই ডেফিনিশন ভিডিও এখন অনেক মোবাইল ফোনেই রেকর্ড করা যায়। সমস্যা হচ্ছে এর সত্যিকারের ব্যবহারের জন্য প্রয়োজন হাই ডেফিনিশন টিভি যা অনেকেরই নেই। তাহলে সমাধান ?
থ্রিএম সহজ সমাধান দিচ্ছে। রেকর্ড করার পর শ্যুট এন্ড শেয়ার ডিভাইসকেই প্রজেক্টর হিসেবে ব্যবহার করুন। সরাসরি দেয়ালে ফেলেই দেখুন ভিডিও। ডিভাইসটি অনায়াসে পকেটে পুরে রাখা যাবে।
এতে অবশ্যই হাই ডেফিনিশন টিভির মান পাওয়া যাবে না। এজন্য টিভি সংযোগ দিকে এইচপিএমআই পোর্ট রয়েছে। ভিডিও রাখার জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
আগামী মাসে শ্যুট এন্ড শেয়ার বাজারে পাওয়া যাবে। দাম ৩০০ ডলার।

No comments:

Post a Comment