September 25, 2010

স্যামসাং এর ৪জি-সহ ফোন Samsung SCH-r900 Craft

বিজ্ঞাপনে ফোর-জি শব্দটি ব্যবহার করা হয় এলটিই এবং ওয়াইম্যাক্স দুধরনের ব্যবস্থার জন্যই। অর্ধাত এটা এইচএসপিএ কিংবা ওয়াইম্যাক্স যেকোনটি হতে পারে। আপনি বিভ্রান্ত হতে পারেন অনায়াসেই। স্যামসাং জিএসএম ভিত্তিক সত্যিকারের ফোর-জি ব্যবহারযোগ্য হ্যান্ডসেট বাজারে এনেছে। মাল্টিমোড এসসিএইচ-আর৯০০ ক্রাফট মডেলে সিডিএমএ এবং ফোরজি জিএসএম ব্যবহার করা যাবে।
৩.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ এমোলেড ডিসপ্লে, ফুল কিবোর্ড সহ এই ক্যামেরায় ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, অটোফোকাস এবং ফ্লাশ রয়েছে।
অন্যন্যদের মধ্যে আছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস। সেটের সাথে ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড দেয়া হবে। সেইসাথে গতবছরের ষ্টারট্রেক ছবিটিও পাওয়া যাবে সেটের মধ্যেই।
১৫০০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যটারী থেকে ৪ ঘন্টা কথা বলা যাবে, ষ্টান্ডবাই ২০০ ঘন্টা। কাজেই এটা যথেষ্ট ব্যাটারী খরচ করে বলতেই হচ্ছে।
আমেরিকার মেট্রো পিসিএস এটা বিক্রি করছে ২৯৯ ডলারে, অবশ্য তাদের ফোরজি সংযোগের সাথে।

No comments:

Post a Comment