September 27, 2010

৮ ঘন্টার ব্যাটারীসহ এসার নোটবুক Acer unveils Aspire TimelineX notebooks

যারা মোটামুটি কমদামের মধ্যে সবথেকে ভাল স্পেসিফিকেশনের পোর্টেবল কম্পিউটার চান তাদের জন্য এস্পায়ার টাইমলাইনএক্স কম্পিউটার বাজারে এনেছে এসার। Aspire TimelineX 1830T-68U118 মডেলের নোটবুক ব্যাটারীর একচার্জে কাজ করবে ৮ ঘন্টা। ৩ পাউন্ড ওজনের এই কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আই-৭ ৬৮০ইউ প্রসেসর, ১১.৬ ইঞ্চি এলইডি ব্যাকলিট এইচডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। দাম ৬০০ ডলার থেকে অপশন অনুযায়ী বাড়তে পারে।
TimelineX 3820T মডেলে রয়েছে ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিসপ্লে ১৩.৩ ইঞ্চি। এর দাম ৭০০ ডলার।
TimelineX 4820T মডেলে ১৪ ইঞ্চি এলইডি ব্যাকলিট ডিসপ্লে, অপশনাল এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৫৬৫০, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি ড্রাইভ। এর দাম ৭০০ ডলার।
Aspire TimelineX 5820T মডেলে রয়েছে ১৫ ইঞ্চি এলইডি ব্যাকলিট ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ডিভিডি ড্রাইভ। এর দামও ৭০০ ডলার।
বিভিন্ন অপশনের মধ্যে রয়েছে কোর আই৩/আই৫, ৪ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ইত্যাদি। এসবের কারনে দামের পার্থক্য ঘটবে। এছাড়া এতে রয়েছে ওয়াইফাই বি/জি/এন, ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ইথারনেট, এইচডিএমআই, ভিডিএ, ৪টি ইউএসবি।

No comments:

Post a Comment