September 27, 2010

এইচটিসি সিফটে ম্যাক লেপার্ড Mac OS X Leopard on HTC Shift

এপল নিজের তাদের ট্যাবলেটে ম্যাক অপারেটিং সিষ্টেমের বদলে ব্যবহার করেছে মোবাইল ফোনের অপারেটিং সিষ্টেম। কিন্তু অন্যরা থেকে নেই।  বছর তিনেক আগে ম্যাক ওএস এক্স হ্যাক করে ব্যবহার করা হয়েছিল সনির ভাইও কম্পিউটারে। এবার ম্যাক ওএস এক্স ১০.৫.৬ ইনষ্টল করা হয়েছে এইচটিসি সিফট নামের ডিভাইসে।
এইচটিসি সিফট মোবাইল কম্পিউটিং ডিভাইস। এতে ফুল কিবোর্ড, ৭ ইঞ্চি টাচ সেনসিটিভ স্ক্রীন রয়েছে। উইন্ডোজ ভিসতা বিজনেস এডিশন ব্যবহার করা যায় এতে।
অবশ্য আপনি যদি একাজ করতে চান তাহলে একটু সাবধান থাকাই ভাল। এথেকে ওয়াইফাই কিংবা ব্লুটুথ কাজ করানো সম্ভব হয়নি। অন্তত এখন পর্যন্ত।

No comments:

Post a Comment