September 17, 2010

ইয়াহু তাদের মেইলে পরিবর্তন আনছে, সার্চ যোগ হচ্ছে Yahoo mail’s new look, faster Mail service

একসময়ের ইন্টারনেটের শীর্ষশক্তি ইয়াহু তার অবস্থান হারালেও তাদের বিনামুল্যের মেইলের অবস্থান ঠিক রেখেছে। এখনও গুগলের জি-মেইল থেকে অনেক বেশি তাদের ব্যবহারকারী। তারা তাদের মেইল ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে যাচ্ছে। এর ইন্টারফেসে যেমন পরিবর্তন আনা হচ্ছে, কাজের গতি বাড়ানো হচ্ছে তেমনি এতে সার্চ ব্যবস্থা যোগ করা হচ্ছে।
তাদের প্রডাক্ট রানওয়ে নামের এক অনুষ্ঠানে তারা নতুন ফিচারগুলি প্রদর্শন করেছে। সেখানে বলা হয়েছে নতুন ব্যবস্থা আগের চেয়ে অনেক দ্রুত কাজ করবে, সেইসাথে নতুন বেশকিছু ফিচার যোগ করা হচ্ছে। এরমধ্যে রয়েছে ইনষ্ট্যান্ট মেসেজিং এবং এসএমএস ব্যবস্থা। ফেসবুক এবং টুইটার ব্যবহারকারীরাও ইয়াহু মেইল থেকে তাদের আপডেট ব্যবহারের সুযোগ পাবেন। নতুন মেইল ব্যবস্থা নানাধরনের ডিভাইসে কাজ বলেও জানানো হয়েছে।
বর্তমানে ইয়াহু মেইলের ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটির বেশি।

No comments:

Post a Comment