September 24, 2010

মোবাইলের জন্য ১.৫ গিগাহার্টজ ট্রিপল কোর প্রসেসর

ট্রিপল কোর ১.৫ গিগাহার্টজের প্রসেসর নিয়ে মোবাইল ফোন, একথা শুনে আপনার কাছে নিশ্চয়ই বর্তমানের মোবাইল ফোনকে বাতিল বলে মনে হচ্ছে।
এটাই হতে যাচ্ছে। কম শক্তির ৬২৪ মেগাহার্টজকে তিনগুন করে ১.৫ গিগাহার্টজ তৈরী করা হয়েছে। সেকেন্ডে ২০ কোটি ট্রায়াঙ্গল ব্যবহারে সক্ষম, মোবাইল ফোনে ফুল হাই ডেফিনিশন থ্রিডি ভিডিও (যেখানে দুটি ফুল হাই ডেফিনিশন ষ্ট্রিমিং প্রয়োজন হয়) সম্ভব হতে যাচ্ছে এর মাধ্যমে।
এর অতিরিক্ত আরো কিছু রয়েছে এতে। ইউএসবি ৩.০, এইচডিএমআই এসবও ব্যবহার করা যাবে।
নমুনা সেটে ব্যবহারের জন্য প্রসেসর এখনই পাওয়া যাচ্ছে। কাজেই এটা ব্যবহার করা হ্যান্ডসেট বাজারে আসতে হয়ত খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

No comments:

Post a Comment