September 19, 2010

হ্যাকার সন্মেলন Hacktivity 2010 - computer hackers conference

হ্যাকটিভিটি ২০১০ নামে পুর্ব ইউরোপের সবচেয়ে বড় কম্পিউটার হ্যাকার সন্মেলন শুরু হয়েছে বুদাপেষ্টে। আয়েজকদের বক্তব্য অনুযায়ী দুদিনের এই সন্মেলনে ১ হাজার প্রতিনিধির অংশ নেয়ার কথা।
হাংঘেরী এবং বিরেশ্বর বিভিন্ন দেশ থেকে আসা কম্পিউটার বিশেষজ্ঞরা সেখানে নানা বিষয়ে গুরুত্বপুর্ন বক্তব্য দেবেন, আলোচনা করবেন।  ইন্টারনেট নিরাপত্তা থেকে গেম পর্যন্ত সবকিছুই আলোচিত হবে  সেখানে।
সন্মেলনে লিজার জোনে অংশগ্রহনকারীরা বিভিন্ন দেশের কম্পিউটার হ্যাক করার দক্ষতা দেখানো প্রতিযোগিতায় নামতে পারবেন। অবশ্য গেমের মাধ্যমে। এজন্য হ্যাক দি ভেন্ডর, ক্যাপচার দি ফ্লাগ ইত্যাদি গেম রয়েছে।
বিখ্যাতদের মধ্যে এতে যোগ দিচ্ছে ওরাকল এর আলেকজান্ডা কর্নব্রাষ্ট, ই-সেট কম্পিউটার সিকিউরিটি কোম্পানীর রবার্ট লিপোভস্কি, আমেরিকান হ্যাকার মিচ অলটম্যান।
তাদের ওয়েবসাইটে সন্মেলনের বিস্তারিত জানা যাবে

No comments:

Post a Comment