September 18, 2010

নাইকনের সাড়ে ৫ কোটি নিকর লেন্স Nikon Produces 55 Millionth Nikkor Lens

শীর্ষস্থানীয় ক্যামেরা নির্মাতা নাইকন তাদের নিকর লেন্স তৈরী করেছে সাড়ে ৫ কোটি। এদের মধ্যে ২ কোটি অটোফোকাস সহ। তাদের প্রথম এফ-মাউন্ট নিকর লেন্স ছিল অটো ৫ সেমি এফ/২, তৈরী করা হয়েছিল ১৯৫৯ সালে। তাদের প্রথম এসএলআর ক্যামেরাও তৈরী হয় তখনই। সে হিসেবে সাড়ে ৫ কোটি লেন্স তৈরীতে তাদের সময় লেগেছে ৫০ বছর।
তারা প্রথম অটোফোকাস লেন্স তৈরী করে ১৯৯৬ সালে। এতে সাইলেন্ট ওয়েভ মোটর (এসডব্লিউএম) ব্যবহার করা হয়। এর পরের ১৪ বছরের তারা তৈরী করেছে ২ কোটি লেন্স। তৈরী হয়েছে নানাধরনের ৫৪টি লেন্স। ২০০৭ থেকে পরবর্তী লেন্সগুলির ৯০% এই ধরনের।
সবচেয়ে উচু মানের লেন্সের জন্য নাইকনের খ্যাতি অসামান্য। নাইকন ভক্তরা তাদের এই কৃতিত্বে খুশি হতে পারেন।

No comments:

Post a Comment