September 26, 2010

ক্যাননের ছোট আকারের প্রফেশনাল ক্যামেরা Canon compact professional camcorders XF100 & XF105

ক্যানন দুটি কম্প্যাক্ট প্রফেশনাল ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। এক্সএফ-১০০ এবং এক্সএফ-১০৫ মডেলদুটি তাদের আগের এক্সএফ৩০০ এবং এক্সপফে ৩০৫ প্রো মপেলের উত্তরসুরী। ক্যামেরাদুটি আকারে ছোট করা হয়েছে, থ্রিডি এসিষ্ট্যান্স ফিচার এবং ইনফ্রারেড শ্যুটিং অপশন যোগ করা হয়েছে।
ক্যামেরাদুটিতে ক্যাননের এক্সএফ কোডেক ভিত্তিক এমপেগ-২ কম্প্রেশন ব্যবহার করা হবে। ৫০ মেগাবিট/সে বিটরেট ব্যবহার করে ফুল হাইডেফিনিশন থেকে শুরু করে ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন পর্যন্ত বিভিন্ন বিটরেটে বিভিন্ন রেজ্যুলুশনের ভিডিও রেকর্ড করা যাবে এতে।
অন্যান্যদের মধ্যে রয়েছে ১০এক্স অপটিক্যাল জুম লেন্স (আগের মডেলে ছিল ১৮এক্স), ডিসপ্লে ৩.৫ ইঞ্চি (এটাও ১/২ ইঞ্চি কমানো হয়েছে)। দুটি মডেলেই ইলেকট্রনিক ভিউফাইন্ডার রয়েছে। আগের ৩ সেন্সরের যায়গায় ১টি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে।
এতে থ্রিডি ফিচার বিভ্রান্ত করতে পারে। থ্রিডি রেকর্ডের জন্য আসলে দুটি ক্যামেরাকে একসাথে ব্যবহার করা যাবে, সরাসরি একটি ক্যামেরা থেকে থ্রিডি পাওয়া যাবে না।
ক্যামেরাদুটির দাম এখনো জানানো হয়নি। আগামী বছর শুরুতে এগুলি বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment