September 17, 2010

চশমায় ১৬ ইঞ্চি ডিসপ্লে 16-inch display onto your eye

গত জুলাইতে চোখে লাগানোর মত ডিসপ্লের ঘোষনা দিয়েছিল জাপানের প্রিন্টার নির্মাতা ব্রাদার্স। অবশেষে তারা এর এক প্রদর্শনীর আয়োজন করেছে জাপানে। রেটিনাল ইমেজ ডিসপ্লে (আরআইডি) নামের এই ডিভাইস চশমার মত চোখে লাগানো হবে। এটা থেকে চোখে যে আলো পাঠানো হবে তাতে মনে হবে ৩ ফুট দুরত্বে ১৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
মুলত নিজেদের লেজার প্রিন্টার এবং ইংকজেট প্রিন্টারের প্রযুক্তির ওপর নির্ভর করে এই ডিভাইস তৈরী করা হচ্ছে। এটা চোখের জন্য নিরাপদ বলে জানানো হয়েছে। এয়ারস্কাউটার নামের এই ডিভাইস তারা বিভিন্ন ধরনের কাজে ব্যবহারের উপযোগি করবে বলে জানিয়েছে। যেমন কোন জটিল যন্ত্র ব্যবহারের সময় নিয়মনকানুন দেখা যাবে এতে। সেইসাথে সাধারন মানুষের ব্যবহারের উপযোগি করে বাজারে ছাড়া হবে।

No comments:

Post a Comment