September 29, 2010

ডেস্কটপ প্রসেসর দিয়ে গেমিং ল্যাপটপ

ল্যাপটপে ডেস্কটপের প্রসেসর ব্যবহার করায় একেবারে নতুনত্ব নেই। আগেও একাজ করা হয়েছে, খুব বেশিদিন চালু থাকেনি। কিন্তু অরিজিন পিসি একাজ করে যাচ্ছে। তাদের নতুন ইঅন১৭ মডেলে ব্যবহার করা হয়েছে ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে, সাথে ইন্টেল কোর আই-৭ ৯৮০এক্স প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৪৮০এম গ্রাফিক্স। এতে ব্যবহার করা যাবে ২৪ গিগাবাইট পর্যন্ত, ২ টেরাবাইটের বেশি ধারনক্ষমতার হার্ডডিস্ক লাগানো যাবে ৩টি।
স্বাভাবিকভাবেই পরবর্তী প্রশ্ন হতে পারে, এর দাম কত?
বেসিক কনফিগারেশনে এর দাম শুরু ২৪৯৯ ডলার থেকে। এরপর যাকিছু যোগ করবেন, দাম বাড়তে থাকবে।

No comments:

Post a Comment