September 30, 2010

লাইভ ষ্ট্রিমিং চালু করতে যাচ্ছে বিট টরেন্ট

পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং পদ্ধতির উদ্বাবক বিট-টরেন্ট জানিয়েছে তারা লাইভ ষ্ট্রিমিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ইচ্ছে করলে আপনি ইউটিউবের মত চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারনে এই প্রযুক্তিতে। এজন্য কোথাও ফাইল আপলোড করতে হবে না, আপনার হার্ডডিস্ক থেকেই ফাইল ষ্ট্রিমিং এর কাজে ব্যবহার হবে।
বিটটরেন্টের প্রধান জানিয়েছেন তারা দুবছর ধরে এটা নিয়ে কাজ করছেন। এখন সেটা শেষ পর্যায়ে। এবছর শেষদিকে এটা চালু হওয়ার কথা।
উল্লেখ করা যেতে পারে দুবছর আগে বিটটরেন্টের মাসিক ব্যবহারকারী ছিল ২ কোটি, বর্তমানে তা ১০ কোটি। সাধারনত উন্নয়নশীল দেশে এর ব্যবহার বেশি। যেমন রাশিয়ার ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৫০ ভাগই বিটটরেন্ট ব্যবহার করে।
তাদের মাধ্যমে বিনামুল্যে সফটঅয়্যার, গেম, ভিডিও, মিউজিক ইত্যাদি সারা বিশ্বে আদান-প্রদান হয়। যারা এই সেবা পেয়ে অভ্যস্থ তারা অবশ্য চিন্তিত হতে পারেন বর্তমান ব্যবস্থায় এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে। বিটটরেন্ট জানিয়েছে একে তারা বর্তমান ব্যবস্থা থেকে পৃথক হিসেবে দেখবে।

No comments:

Post a Comment