September 21, 2010

এডবি ফটোশপ এলিমেন্টস ৯ এবং প্রিমিয়ার এলিমেন্টস ৯

এডবি তাদের প্রিমিয়ার এলিমেন্ট এবং ফটোশপ এলিমেন্টর এর নতুন ভার্শন ঘোষনা করেছে। এই সফটঅয়্যারদুটি তাদের মুল ফটোশপ এবং প্রিমিয়ার সফটঅয়্যারের সহজ সংস্করন। যারা ফটোশপ কিংবা প্রিমিয়ারের মুল ভার্শনকে জটিল মনে করেন তারা খুব সহজে এগুলি ব্যবহার করে নিজের কাজ করে নিতে পারেন।
ফটোশপ এলিমেন্ট ফটোশপ সিএস৫ থেকে কন্টেন্ট এওয়ার ফিল আনা হয়েছে। নষ্ট হয়ে যাওয়া কিংবা সমস্যাযুক্ত ছবি ঠিক করার জন্য স্পট হিলিং ব্রাস ব্যবহার করা যাবে। প্যানোরমা তৈরী করা যাবে সহজে। এছাড়া ফটোশপের অতিরিক্ত হিসেবে ফাইল ম্যানেজমেন্ট, সরাসরি ফেসবুকের মত সাইটে আপলোড করার ব্যবস্থা ইত্যাদি রয়েছে ফটোশপ এলিমেন্টস সফটঅয়্যারে।
প্রিমিয়ার এলিমেন্টস সফটঅয়্যারে র-ফুটেজ ব্যবহার করে সহজে প্রফেশনাল মানের এডিটিংসহ ভিডিও অর্গানাইজ, এডিট এবং শেয়ার এই কাজগুলি একই সফটঅয়্যার থেকে করা যাবে। শব্দ থেকে নয়েজ বাদ দেয়া, খারাপ অংশ নিজে থেকে বাদ দেয়া, কাপা অংশগুলিকে ঠিক করা, রং কিংবা আলো ঠিক করা এসব কাজ করা যাবে খুব সহজে। এডিট করার পর সিডি-ডিভিডি-ব্লুরে কিংবা ইউটিউব এর মত সব যায়গায় ব্যবহার করা যাবে।
দুটি সফটঅয়্যারই উইন্ডোজ এবং ম্যাক উভয় ভার্শনের জন্য পাওয়া যাচ্ছে। দাম ৯৯.৯৯ ডলার প্রতিটি।

No comments:

Post a Comment