September 26, 2010

ইন্টারনেটে টাকা আয় করতে চান ? যোগ্যতা যাচাই করে নিন

আউটসোর্সিং, ফ্রিল্যান্সান্সিং ইত্যাদি থেকে ইন্টারনেটে সহজে অর্থ উপার্জন, এধরনের বিজ্ঞাপন দেখে হয়ত মনে মনে বলছেন, বেশ তো ভাল পদ্ধতি চাকরী খোজা প্রয়োজন নেই ঘরে বসেই কাজ পাওয়া যায়, করা যায় ডলারে আয় মানে টাকায় হিসেব করলে বহু টাকা হাজার ডলারে ৭০ হাজার যেহেতু সহজে শব্দ উল্লেখ করা হয়েছে কাজেই কাজটা সহজই হবে
কিন্তু, বাস্তবতা একটু যাচাই করে নিন
উদাহরন হিসেবে গ্রাফিক ডিজাইনের কথাই বিবেচনায় আনুন আরো নির্দিষ্ট করে ফটোশপ এধরনের কাজ পরিমানে বেশি, কাজেই সহজে পাওয়া সম্ভব আপনি ফটোশপ ব্যবহার করেছেন, ছবি এনে সেখানে নানারকম পরিবর্তন করতে পারেন এই ওয়েবসাইটে কিছূ টিউটোরিয়াল রয়েছে সেকাজগুলি করতে পারেন কাজেই আপনি কাজের জন্য চেষ্টা করতে পারেন
এটা ভুল ধারনা এই সাইটে যে টিউটোরিয়ালগুলি দেয়া হয়েছে তা একেবারেই প্রাথমিক কাজের জন্য আপনার নিজের একটি ছবিতে এগুলি প্রয়োগ করতে পারেন মুল ফটোশপ শেখার প্রস্তুতি বলা যেতে পারে। যখনই টাকার জন্য কারো কাজ করবেন তখন প্রথম প্রশ্ন করা হবে, আপনি কতটুকু জানেন আপনি সেকাজ করার মত যোগ্যতাসম্পন্ন কিনা
কিংবা আপনি যদি ফটোশপে দক্ষও হয়ে থাকেন, হয়ত বছর দশেক ধরে কাজ করছেন, তাহলেও আপনাকে সেটা প্রমান করতে হবে পরীক্ষায় বসে, প্রশ্নের উত্তর দিয়ে যেকারনে এডবি, মাইক্রোসফট থেকে শুরু করে সকলেরই সার্টিফায়েড প্রফেশনাল বলে একটা বিষয় রয়েছে
এধরনের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে বহু টাকা ব্যয় করতে হয় অথচ বিনে টাকায় একাজ করতে পারেন যারা ইন্টারনেটে কাজ দেয় তাদের সাহায্য নিয়ে
বিষয়টি এমন, তাদের কাছে কাজের জন্য নাম লেখালেন নিজের পরিচিতি-তথ্য এসব দেয়ার পর পরীক্ষা দেয়ার ব্যবস্থা রয়েছে তাতে অংশ নিলেন পরীক্ষার পর সাথেসাথেই জেনে যাবেন আপনার দক্ষতা কতটুকু আসলে আপনি কাজ করতে পারেন, নাকি আরো শেখার প্রয়োজন আছে
এধরনের পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন করা হবে উদাহরন হিসেবেধরুন ৪০টি প্রশ্ন করা হবে উত্তর হিসেবে থেকে ৪টি দেয়া উত্তরের মধ্যে ঠিক উত্তর বাছাই করতে হবে সময় সর্বোচ্চ ৪০ মিনিট
ইন্টারনেটে কাজের প্রস্তুতি হিসেবে একাজটি করতেই পারেন
এটুকু সাবধানবানী শোনানো যেতে পারে, পরীক্ষা বসার আগে সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নিয়ে বসাই ভাল  ফটোশপ যদি উদাহরন হয়, ফটোশপের ভাল কোন বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, কোনকিছু বাদ না দিয়ে নিজে কিছুদিন কাজ করুন নইলে পরীক্ষা শেষে মনখারাপ হওয়ার সম্ভাবনা বিশেষ কোন বাটন কিংবা টুল কি কাজ করে সেটা জানা  সহজ কিন্তু কোন অবস্থায় বিশেষ টুল কাজ করে না সেটা জানা কঠিন অথচ এধরনের সুক্ষ প্রশ্নই করা হবে অন্তত অর্ধেক প্রশ্নের ঠিক উত্তর দিলে পাশ নম্বর পাবেন সেঅনুযায়ী আপনার রেটিং ঠিক করা হবে তবে অন্যদের ছাড়িয়ে আপনি কাজ পাবেন
এটুকু বলা যেতে পারে, এই মুহুর্তে যদি যথেষ্ট ভাল নাও করেন, তা থেকে মন খারাপ না করে এই শিক্ষা নিন, আরো শিখতে হবে নিজেকে যতটা জান্তা মনে করছেন ততটা আসলে আপনি এখনও সেটা হননি
freelancer, odesk ইত্যাদি সাইটের সদস্য হয়ে যেকোন বিষয়ে এধরনের পরীক্ষা দেয়া যেতে পারে

No comments:

Post a Comment