June 23, 2010

নোকিয়া সি-৩ বিক্রি শুরু হয়েছে Nokia C3 now available

বিপুল আগ্রহ সৃষ্টি করা হ্যান্ডসেট নোকিয়া সি-৩ বিক্রি শুরু হয়েছে। কতটা আগ্রহ সৃষ্টি করেছে জানার জন্য ইন্দোনেশিয়ার উদাহরন দেখাই যথেস্ট। বলা হচ্ছে বিক্রি শুরু দিনকে তুলনা করা যায় একমাত্র এপলের আইফোন বিক্রি শুরুর দিনের সাথে। অনায়াসে এটা বছরের সবচেয়ে জনপ্রিয় ফোন হতে যাচ্ছে।
আগ্রহের মুল কারন, অল্প দামের মধ্যে সবধরনের সুবিধা। ফুল কিবোর্ড রয়েছে এতে। ডিসপ্লে ২.৪ ইঞ্চি, ৩২০-২৪০ পিক্সেল। ৫৫ মেগাবাইট ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার, ওয়াই-ফাই কানেকটিভিটি ইত্যাদি রয়েছে এতে। এছাড়া ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে।
৩টি ভিন্ন ভিন্ন রঙে সেটটি পাওয়া যাবে। বৃটেনে ভোডাফোন এটা বিক্রি করছে ৮০ পাউন্ডে।

No comments:

Post a Comment