June 17, 2010

আইফোন ৪ এর চাহিদা বিপাকে ফেলেছে এপল-এটিএন্ডটিকে iPhone preorders crashed systems

এপলের নতুন আইফোন ৪ এর চাহিদা কতটা অনুমান করতে পারেন তাদের ইনভেন্টরী ব্যবস্থা অকেজো হয়ে যাওয়া থেকে। সেখানে ধারনক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় নতুন করে অর্ডার নেয়া যাচ্ছে না। তাদের প্রি-অর্ডারের পরিমান বছরখানেক আগের আইফোন ৩জিএস এর ১০ গুন বেশি। এপল জানিয়েছে তারা ইতিমধ্যে যারা কিনতে চেয়েছেন তাদের যোগান দেয়ার স্বার্থে নতুন অর্ডার নিচ্ছে না। দ্রুতই অতিরিক্ত ইনভেন্টরী যোগ করে অন্যদের সুযোগ দেয়া হবে।
সংখ্যার দিক থেকে একদিনে আইফোন ৪ এর প্রিঅর্ডারের পরিমান ৬ লক্ষ।
এপলের আইফোন বিষয়ে অন্যান্য খবর হচ্ছে জুনের ২৪ তারিখ থেকে এগুলি মানুষের হাতে পৌছাতে শুরু করবে। থ্রিজি/থ্রিজিএস ব্যবহারকারীরা আইফোন ৪ আপডেট পাবেন ২১ জুন তারিখে। আর তাদের সফটঅয়্যার আইটিউনের নতুন ভার্শন ৯.২ এখনই পাওয়া যাচ্ছে।

No comments:

Post a Comment