June 17, 2010

এপলের কম দামের নতুন কম্পিউটার এপল ম্যাক মিনি Apple Mac mini

এপলের আইফোন বাজারে আসার খবর যতটা হৈচৈ ফেলেছে তাতে অন্য অনেক খবরই চাপা পরে গেছে। যেমন একই দিনে তারা নতুন একটি কম্পিউটার বাজারে আনার কথা জানিয়েছে সেই খবর। ম্যাক মিনি নামের ছোট আকারের এই কম্পিউটারে হাই-ডেফিনিশন ভিডিওর জন্য এইচডিএমআই পোর্ট রয়েছে, এসডি কার্ড স্লট রয়েছে, বলা হচ্ছে এর গ্রাফিক্স পারফরমেন্স দ্বিগুন এবং এরপরও এর দাম ৭০০ ডলার।
এপলের কথা অনুযায়ী এই মডেলে সবচেয়ে কম বিদ্যুতশক্তি ব্যবহার হবে। বিশ্বাস করতে অসুবিধে হয় না কার এটা তাদের সবচেয়ে ছোট আকারের কম্পিউটার। এর পাওয়ার ইউনিটটি ভেতরে বসানোর ফলে অন্তত ২০ ভাগ ছোট করা সম্ভব হয়েছে।
কাজের দিক থেকে কোন ছাড়া দেয়া হয়নি, বরং অত্যন্ত শক্তিশালি।  এতে রয়েছে ইন্টেল কোর ২ ডুয়ো প্রসেসর, এনভিডিয়া জিফোর্স ৩২০এম গ্রাফিক্স এবং ৫০০ গিগাবাইট পর্যন্ত ষ্টোরেজ।
সবচেয়ে কমদামী ভার্শন ৭০০ ডলার থেকে সবচেয়ে দামী ১০০০ ডলার পর্যন্ত এর দাম।

No comments:

Post a Comment