June 27, 2010

জিমেইলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পড়া যাবে Gmail now supports all Microsoft Word docs

এখন থেকে গুগলের ইমেইল সফটঅয়্যার জি-মেইলে সব ধরনের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পড়া যাবে। মাইক্রোসফট অফিস এর ওয়াড অথবা ওপেনঅফিস এর ওয়ার্ড যাই হোক না কেন, যদি এটাচমেন্ট হিসেবে কোন ফাইল থাকে তাহলে জি-মেইলের ভেতর থেকেই সেটা ওপেন করা যাবে।
মাইক্রোসফটের হটমেইলের সাথে প্রতিযোগিতার কারনেই এটা করা হয়েছে সন্দেহ নেই। তারপরও উল্লেখ করতেই হয়, হটমেইলের ব্যবহারকারী জি-মেইল থেকে অনেক বেশি। সেখানে সুইপ, স্কাইড্রাইভ, স্লাইড শো ইত্যাদি কিছু ফিচার রয়েছে যা জি-মেইলে নেই।
তারপরও, জিমেইল ব্যবহারকারীরা এথেকে উপকৃত হবেন নিশ্চয়ই। ডকুমেন্ট ওপেন করার জন্য মেসেজের নিচে ভিউ অংশে ক্লিক করতে হবে।

No comments:

Post a Comment