June 27, 2010

এসডিএক্সসি/এসডিএইচসি মেমোরী কার্ডের নতুন ষ্ট্যান্ডার্ড SD association defines new standards for SDXC & SDHC cards

দ্রুতগতির এসডিএইচসি এবং এসডিএক্সসি মেমোরী কার্ডের জন্য নতুন ষ্ট্যান্ডার্ড ঘোষনা করেছে এসডি এসোসিয়েশন। এখন থেকে এধরনের মেমোরী কার্ডে নতুন প্রতিক ব্যবহার করা হবে যা দেখে বোঝা যাবে সেই কার্ডের কর্মদক্ষতা। নতুন আলট্রা হাই স্পিড (ইউএইচএস) প্রতিকে আই (I) বুঝাবে এতে ১০৪মেবা/সে ডাটা ট্রান্সফার করা যাবে। আর অতিরিক্ত ১ প্রতিক বুঝাবে এতে রিয়েল টাইম এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।
বর্তমানের এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ডগুলিকে ক্লাশ ২, ৪, ৬ এবং ১০ হিসেবে ভাগ করা হয়। সবচেয়ে কম কত দ্রুততায় এতে তথ্য রেকর্ড করা যায় তা বুঝায় এই সংখ্যা। এই রেটিংকে নন-ইউএইচএস বলা হচ্ছে। অন্যদিকে ইউএইচএস নামের নতুন পদ্ধতি এর থেকে আলাদা।
মেমোরী কার্ড ছাড়াও বিভিন্ন ডিভাইসে এই চিহ্ন ব্যবহার করা হবে, যেমন ডিজিটাল ক্যামেরা  বা ভিডিও ক্যামেরা। যেন ব্যবহারকারী সহজে ক্যামেরা এবং কার্ড দুটি মিল খুজে নিতে পারেন।

No comments:

Post a Comment