June 19, 2010

ভিএসও ইমেজ রিসাইজার ৪ VSO Image Resizer 4

ডিজিটাল ক্যামেরায় উঠানো বিশাল আকারের ছবিগুলি কিভাবে ছোট আকারে আনবেন ভাবছেন ? এই সমস্যার সমাধান দিতে পারে ভিএসও ইমেজ রিসাইজার। আপনাকে একটি একটি করে ছবিকে ইমেজ এডিটিং সফটঅয়্যারে এনে আকার পরিবর্তন করার প্রয়োজন নেই। এই সফটঅয়্যার এক বা বহু ছবি একবারে ব্যবহার করবে। পরিবর্তন করার পর সেগুলি সরাসরি ইমেইল করতে পারেন কিংবা কম্প্রেস করে জিপ ফোল্ডারে রাখতে পারেন।
ছোট আকারের এই ষ্ট্যান্ড এলোন সফটঅয়্যারটি ব্যবহার করে ছবিকে কম্প্রেস করা, ফরম্যাট কনভার্ট করা, কপি তৈরী করা, এডিট ইত্যাদি কাজ করা যাবে। কনভার্ট কিংবা সাইজ পরিবর্তনের পর কেমন হবে সেটা কাজ করার আগেই দেখে নেয়া যাবে। খুব সহজে ওয়াটারমার্ক ব্যবহার করে ছবিতে নিজের পরিচিতি রেখে দেয়া যাবে।
সফটঅয়্যারের একটি বিনামুল্যের ভার্শন রয়েছে যেখানে একটি সতর্কীকরন উইন্ডো দেখা যাবে। রেজিষ্টার করার পর এটি থাকবে না।
ডাউনলোড করা যাবে এখান থেকে http://www.vso-software.fr/download.php

No comments:

Post a Comment