June 16, 2010

অপেরার নতুন ভার্শন ৫০ ভাগ দ্রুতগতিতে কাজ করবে New Opera 10.60 beta offers 50% performance boost

আজই অপেরা তাদের ডেস্কটপ ব্রাউজারের নতুন ভার্শন ১০.৬০ বেটার ঘোষনা দিয়েছে এবং ডাউনলোডের জন্য দিয়েছে। বলা হচ্ছে আগের ভার্শনের থেকে ৫০% দ্রুত কাজ করবে এটা।

গতি বাড়ানো ছাড়াও এতে জিওলোকেশন যোগ করা হয়েছে ফলে সার্চ করার সময় নিজের এলাকা শনাক্ত করে সবচেয়ে ভাল ফল বের করতে সক্ষম হবে।
এইটিএমএল৫ এপাচি এবং ওয়েব ওয়ার্কার অন্য দুটি নতুন উপাদান। এপাচি ওয়েবের সফটঅয়্যারকে অফলাইনে ব্যবহারের জন্য রেখে দিতে পারে আর এইচটিএমএল৫ ওয়েব ওয়ার্কার ইন্টারনেটের গতি ব্যহত না করেই বড় হিসেব করে দিতে পারে।
নতুন ভার্শনের অপেরায় সার্চ বিষয়ে পরামর্শ, ট্যাবের জন্য কাষ্টম থাম্বনেইল ইত্যাদিও রয়েছে।
ডাউনলোড করুন এখান থেকে http://www.opera.com/browser/next/

No comments:

Post a Comment