June 16, 2010

সনি এরিকশন শাকিরা-র নাম এক্সপেরিয়া এক্স-৮ Sony Ericsson announces XPERIA X8, Yendo and Cedar

শাকিরা নামে আগে প্রচার পাওয়া ফোনের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে সনি এরিকশন। এর নতুন নাম এক্সপেরিয়া এক্স-৮। তাদের এক্স-১০ মডেলে যখন ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং যোগ হওয়ার কথা জানানো হয়েছে তখন এই ফোনকেও তার কাছাকাছি মানের মনে হতে পারে।
এই ফোনে ৩ ইঞ্চি এইচভিজিএ (৩২০-৪৮০) স্ক্রাচ রেজিষ্ট্যান্ট ডিসপ্লে, ৬০০ মেগাহার্টজ প্রসেসর, এক্স ১০ এর মত এন্ড্রয়েড ১.৬ থাকবে।
অন্যান্যদের মধ্যে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড থাকবে। কানেকটিভিটির হিসেবে জিএসএম/এজ/থ্রিজি/ওয়াইফাই/ব্লুটুথ এবং জিপিএস সবই থাকবে।
এর দাম হবে ২৬০ ইউরো।
একই সময়ে আরো দুটি ফোনের ঘোষনা দেয়া হয়েছে। ইয়েন্ডো নামের ওয়াকম্যান ফোনে ২.৬ ইঞ্চি ডিসপ্লে, ফেসবুক-টুইটার ইন্টিগ্রেশন, জিএসএম/এজ/ব্লুটুথ, ২ মেগাপিক্সেল ক্যামেরা, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি থাকবে।
অপর ফোনটি সনি এরিকশন সিডার। মাত্র ৮৪ গ্রাম ওজনের এই ফোনে জিএসএম/এজ/থ্রিজি কানেকটিভিটি এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতেও সোস্যাল নেটওয়ার্কি ব্যবহার করা যাবে মুল স্ক্রিন থেকেই।
এবছরই শেষদিকে ফোনগুলি বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment