June 16, 2010

এলসিডি টিভি বিক্রিতে স্যামসাং শীর্ষে Samsung takes top spot in LCD TV market

বছরের প্রথম ৩ মাসে আমেরিকার বাজারে ১১ লক্ষ এলসিডি টিভি বিক্রি করে শীর্ষস্থানে রয়েছে কোরীয় কোম্পানী স্যামসাং। মোট বিক্রির ১৮ ভাগ তাদের। সনির অবস্থান ৩য় এবং এলজি-র অবস্থান ৫ম। যদিও সামগ্রিকভাবে এলসিডি টিভির পরিমান কমে গেছে। গবেষনা সংস্থা আই-সাপ্লাই এই তথ্য দিয়েছে।

সাধারনভাবে বছরের শেস সময়ে বিক্রি বেশি হয়। কাজেই এরপর বিক্রি কমে যাওয়া স্বাভাবিক। বিক্রি কমলেও চাহিদা বেড়ে নতুন নতুন সুবিধে আছে এমন টিভির। যেমন এলইডি ব্যাকলাইটিং, ইন্টারনেট কানেকটিভিটি এবং থ্রিডি। এসব কারনেই স্যামসাং এর বিক্রি অন্যদের থেকে ভাল।
নতুন প্রযুক্তির কারনে টিভির দামও বাড়ছে। গত বছরের শেষভাবে এই বৃদ্ধির পরিমান ছিল শতকরা ৭ ভাগ। বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য কারন সাধারনভাবে এধরনের পণ্যের দাম ক্রমাগত কমতির দিকে থাকে।
এবছর ১৫ লক্ষ থ্রিডি টিভি বিক্রি হবে বলে নির্মাতাদের ধারনা। আর এলইডি টিভি বিক্রি হবে ১ কোটি ১৮ লক্ষ। গতবছরের বিক্রির পরিমানের প্রায় দ্বিগুন।

No comments:

Post a Comment