June 16, 2010

স্যামসাং অনমিয়া প্রো ৪ এবং অমনিয়া প্রো ৫ Samsung announces Omnia Pro 4 and Omnia Pro 5

স্যামসাং তাদের উইন্ডোজ মোবাইল ভিত্তিক অমনিয়া প্রো সিরিজের দুটি নতুন নতুন মডেলের ঘোষনা দিয়েছে। দুটি মডেলেই ফুল কিবোর্ড রয়েছে। এছাড়া কানেকটিভিটির দিক থেকে উন্নত, ডিসপ্লে উল্লেখযোগ্য রকমের।
স্যামসাং বি৭২৫০ অমনিয়া প্রো ৪ মডেলে ২.৬ ইঞ্চি ৩২০-৩২০ পিক্সেল নন-টাচ ডিসপ্লে। সাথে ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা।
স্যামসাং বি৬৫২০ অমনিয়া প্রো ৫ মডেলে ২.৪ ইঞ্চি নন-টাচ ডিসপ্লে্এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা।
এর বাইরে দুটি মডেলেই যা রয়েছে তা হচ্ছে থ্রিজি এবং ওয়াইফাই কানেকটিভিটি, এজিপিএস সহ জিপিএস, এফামে রেডিও, ব্লুটুথ, ২০০/২২০ মেগাবাইট্ইন্টারনাল মেমোরী এবং মাইক্রোএসডি কার্ড স্লট।
দুটি মডেলেই অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ মোবাইল ৬.৫.৩ রয়েছে। দীর্ঘস্থায়ী ১৫০০ মি্লি এম্পিয়ারআওয়ার ব্যাটারী।
অমনিয়া প্রো ৪ এশিয়া এবং ইউরোপে বিক্রি শুরু হবে জুলাই মাসে, আর অমনিয়া প্রো ৫ শুধুমাত্র এশিয়ায় বিক্রি হবে আগষ্ট থেকে।

No comments:

Post a Comment