June 29, 2010

গুগল ক্রোম সাফারীকে ছাড়িয়ে গেছে Google's Chrome Passes Safari

গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারের দিক থেকে বর্তমানে আমেরিকায় তৃতীয়। মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লেঅরার এবং মোজিলা ফায়ারফক্সের পরই এর অবস্থান। এই প্রথমবারের মত তারা এপলের সাফারীতে ছাড়িয়ে গেছে।
জুনের ২৭ তারিখে ক্রোমের ব্যবহারকারীর সংখ্যা সাফারীর ব্যবহারকারীর সংখ্যাকে ছাড়িয়ে যায়। বর্তমানে মোট ব্যবহারকারীদের ৮.৯৭ জন  ক্রোম ব্যবহার করছেন। যেখানে সাফারী ব্যবহার হচ্ছে ৮.৮৮ ভাগ। ইন্টারনেট এক্সপ্লোরা এবং ফায়ারফক্স যথাক্রমে ৫২ ভাগ এবং ২৮.৫ ভাগ অবস্থান নিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছে।
ষ্ট্যাটকাউন্টার নামে ওয়েব গবেষনা প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। ৩৬০ কোটি ওয়েব পেজ ভিউ যাচাই করে এই তথ্য বের করেছে তারা।

No comments:

Post a Comment