June 29, 2010

এপল আইফোন ৪ : ৩ দিনে ১৭ লক্ষ বিক্রি Apple sells 1.7 million iPhone 4s in just three days

এপলের আইফোন বাজারে আসার সাথেসাথেই অভিযোগ উঠেছে এটার বিশেষ যায়গায় হাত পড়লে নেটওয়ার্ক পাওয়া যায় না। নোকিয়া কৌতুক করে বলেছে তাদের সেট যেকোনভাবে ধরা যায়। এপল রেটিনা ডিসপ্লে নিয়ে যে গর্ব করেছে তার উত্তরে স্যামসাং বলেছে প্রযুক্তিগত কারনেই রেটিনা তাদের সুপার এমোলেড থেকে পিছিয়ে। যারা প্রযুক্তি নিয়ে গবেষনা করেন তারাও একথার সমর্থন পেয়েছেন। তারপরও, আইফোনের বিক্রিতে কোন প্রভাব পড়েনি। ৩ দিনে আইফোন ৪ বিক্রি হয়েছে ১৭ লক্ষ। অনেক যায়গাতেই চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হয়নি।
এপল প্রধান ষ্টিভ জবস একে বলছেন এপলের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। নিশ্চয়ই। আইফোন থ্রিজি কিংবা থ্রিজিএস প্রথম ৩ দিনে বিক্রি হয়েছিল ১০ লক্ষ। যারা আইফোন কিনতে চেয়েও হাতে পাননি তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন জবস।
আইফোনের রিশেপসন সমস্যা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। একবার তিনি শুধু বলেছিলেন ব্যবহারকারী ভুলভাবে ফোন সেট ধরেছে।
তবে এরই মধ্যে গুজব শোনা যাচ্ছে আপডেট হিসেবে আইওএস ৪.০১ আসার সম্ভাবনার কথা যা এই সমস্যা দুর করবে।

No comments:

Post a Comment