June 30, 2010

সিগেট ৩ টেরাবাইট ইউএসবি হার্ডডিস্ক Seagate 3TB external hard drive

ভিডিও অথবা গেম কিংবা ছবি অথবা ডাউনলোড করা গান, যাই বলুন না কেন, এখন ৩ টেরাবাইট রাখা কোন সমস্যা না। সিগেট এই পরিমান যায়গার হার্ডডিস্ক বাজারে ছেড়েছে। এর নাম ফ্রি এজেন্ট গো-ফ্লেক্স ডেস্ক। এই পরিমান ধারনক্ষমতার এটাই বিশ্বের প্রথম ৩.৫ ইঞ্চি হার্ডডিস্ক। ইউএসবি ২.০ ইন্টারফেসের হলেও একে ইউএসবি ৩.০ কিংবা ফায়ারঅয়্যার ৮০০ এ আপগ্রেড করা যাবে।
৩ টেরাবাইট যায়গা কতটুকু ধারনা পেতে পারেন ব্যবহারের দিক হিসেব করে। এতে ১২০টি হাই ডেফিনিশন মুভি, ১৫০০ ভিডিও গেম রাখা যাবে। আর মিউজিক কিংবা ছবি হিসেব সংখ্যায় প্রকাশ করা কঠিন।
উইন্ডোজ অথবা ম্যাক দুযায়গাতেই ব্যবহার করা যাবে এটা। ম্যাকে এনটিএফএস ড্রাইভার ব্যবহার করে উইন্ডোজ ফরম্যাটের ফাইলকে ওপেন করা যাবে ম্যাকেই।
প্রযুক্তির দিক থেকে অন্যদের ছাড়িয়ে গেলেও এর দাম কমই। ২৫০ ডলার।

No comments:

Post a Comment