June 14, 2010

উইন্ডোজ এক্সপি বন্ধ হচ্ছে ২২ অক্টোবর Microsoft support for Windows XP ends

মাইক্রোসফট মনে করিয়ে দিয়েছে এখনও যারা নেটবুক কম্পিউটারের সাথে উইন্ডোজ এক্সপি বিক্রি করেন তারা ২২ অক্টোবর থেকে সেটা করবেন না। এর বদলে উইন্ডোজ ৭ বিক্রি করতে হবে। এখনও একমাত্র নেটবুকের জন্যই এক্সপি টিকে রয়েছে, সেদিনও শেষ হতে যাচ্ছে। 
মাইক্রোসফটের দেয়া তথ্য অনুযায়ী এগ্রিল ২০১০ এ আমেরিকায় বিক্রি হওয়া ৮১ ভাগ নেটবুকে উইন্ডোজ ৭ দেয়া হয়েছে। কাজেই খুব বেশি মানুষকে যে এনিয়ে ভাবতে হবে এমন নয়।

মাইক্রোসফট আবারো মনে করিয়ে দিয়েছে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ সবধরনের সাপোর্ট তারা বন্ধ করছে একমাস পর, ১৩ জুলাই। তবে সার্ভিস প্যাক ৩ এর সাপোর্ট তারা দিয়ে যাবে ২০১৪ সাল পর্যন্ত।

No comments:

Post a Comment