June 13, 2010

কোরিয়ার স্যামসাং গ্যালাক্সি এ ইউরোপে গ্যালাক্সি এপোলো নামে Korean's Samsung Galaxy A comes to Europe as Galaxy Apollo

আশ্চর্য্যজনকভাবে কোনরকম ঘোষনা ছাড়াই শুধুমাত্র কোরিয়ায় বিক্রি হওয়া গ্যালাক্সি এ নামের সেটটি গ্যালাক্সি এপোলো নামে ইউরোপের ওয়েবসাইটে দেখা দিয়েছে। গত এপ্রিলে গ্যালাক্সি এ বাজারে আনা হয়। খুব দ্রুতই এটা বিক্রি শুরু হবে বলে জানা গেছে।
বৃটেনের স্যামসাং এর ওয়েবসাইটে অন্যান্য সেটের পাশে গ্যালাক্সি এপোলো নামে সেটটির কথা জানানো হয়েছে। স্যামসাং এর বাইরে অন্যকিছু জানায়নি। তবে এটা তাদের শক্তিশালি সেটগুলির সমপর্যায়ের সেটা নিশ্চিত। এতে এন্ড্রয়েড ২.১ ব্যবহার হতে পারে। ৩.৭ ইঞ্চি সুপার এমোলিড টাচস্ক্রিন ডিসপ্লের এই সেটে ৭২০ মেগাহার্টজ প্রসেসর থাকবে।
অন্যান্যদের মধ্যে এতে রয়েছে ওয়াইফাই বি/জি/এন, থ্রিজি, ব্লুটুথ এবং বিল্টইন জিপিএস। এছাড়া ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ৭২০ পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং রয়েছে। কোরিয়ান গ্যালাক্সি এ ভার্শনে টিভি টিউনার রয়েছে। সেটা এপোলোতে থাকবে কিনা নিশ্চিত করা যায় না।
স্যামসাং ওয়েবসাইটে একে দ্রুত আসছে (coming soon) বলে উল্লেখ করেছে। নির্দিষ্ট করে কোন তারিখ জানায়নি।

No comments:

Post a Comment