June 13, 2010

মটোরোলা মাইলষ্টোন এক্সটি-৭২০ বাজারে আসছে ২ জুলাই Motorola XT720 MOTOROI

মটোরোলা মাইলষ্টোন এটি-৭২০ এর কথা প্রকাশ পেয়েছে মাত্র কিছুদিন আগে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে এটা দ্রুতই বাজারে আসছে। আগামী মাসের শুরুতেই এটা বিক্রি শুরু হবে। মটোরোলা এর ক্যামেরা ব্যবহার করে তোলা কিছু ছবির নমুনা প্রকাশ করেছে। ধরে নিতেই পারেন এর প্রধান আকর্ষন হচ্ছে উচুমানের ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে।
ক্যামেরার বিষয়টি আগে বিস্তারিত জেনে নেয়া যাক। ৮ মেগাপিক্সেল সেন্সরের সাথে রয়েছে অটোফোকাস, জিনন ফ্লাশ এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং ব্যবস্থা।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৩.৭ ইঞ্চি ৪৮০-৮৫৪ টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে, এক্সিলারোমিটার সেন্সর, প্রক্সিমিটার সেন্সর। এর নিজস্ব মেমোরী ১৫০ মেগাবাইট, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম। সেইসাথে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
কানেকটিভিটি হিসেবে জিপিআরএস, এজ, ওয়াইফাই, থ্রিজি, ব্লুটুথ ২.১, মাইক্রো ইউএসবি ২.০ সবই রয়েছে। জিপিএস এবং জিওট্যাগিং, ক্যামেরা ফেস ডিটেকশন, স্মাইল  ডিটেকশন ইত্যাদিও রয়েছে।
আরম কোর্টেক্স এ৮ প্রসেসরের এই ফোনে অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ২.১ (এক্লেয়ার)।
আগেই জানিয়ে রাখা ভাল, এর আরেক নাম মটোরোলা মটোরোই। বর্তমানে আলোচনার ঝড় তোলা নোকিয়া এন-৮ থেকে এটা কোনভাবেই পিছিয়ে নেই।

No comments:

Post a Comment