June 12, 2010

বিশ্বকাপে ইন্টারনেট ব্যবহারে নতুন রেকর্ড World Cup sends Internet usage to record levels

ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইন্টারনেট ব্যবহারের পরিমান নতুন রেকর্ড তৈরী করেছে। সর্বোচ্চ ব্যবহারের পরিমান হিসেব করে মিনিটে ১ কোটি ২১ লক্ষ ব্যবহারকারীর কথা জানা গেছে। এমনকি খেলার সময় ছাড়াও স্বাভাবিক সময়ের ব্যবহারকারীও   ৬৫ লক্ষ যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এর বেশিরভাগ ব্যবহারকারী আমেরিকা এবং ইউরোপের।

তথ্য থেকে জানা যায় সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়েছে মেক্সিকো-দক্ষিন আফ্রিকা খেলার সময়। পরবর্তী খেলা ফ্রান্স বনাম উরুগুয়ের সময় পর্যন্ত ব্যবহারকারীদের এই চাপ ছিল।
এর আগের মিনিটে ৮৫ লক্ষ ব্যবহারকারীর রেকর্ড ছিল আমেরিকার নির্বাচনের সময় যেখানে বারাক ওবামা জয়লাভ করেন।

No comments:

Post a Comment