June 13, 2010

ইন্টেল নতুন ৬-কোর গালফটাউন প্রসেসর আনছে এবছরই Intel new six-core Extreme Gulftown chip

মাসদুয়েক আগে ইন্টেল ৬-কোর প্রসেসর বাজারে এনেছে। তাদের আই৭ ৯৮০এক্স গালফটাউন বর্তমানের সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। এর উত্তরসুরী হিসেবে আরো শক্তিশালি নতুন প্রসেসর বাজারে ছাড়া হবে এবছরই। নতুন প্রসেসর বর্তমানের ৩.৩৩ গিগাহার্টজ ক্লকস্পিডকে ছাড়িয়ে যাবে।
এক্স-বিট র‌্যাব জানিয়েছে ইন্টেল এই প্রসেসরের কাজ চুড়ান্ত করছে। তাদের কথা ঠিক হলে ইন্টেলের আগের পরিকল্পনার চেয়ে আগেই সেটা বাজারে আসছে। তারা আগে জানিয়েছিল তাদের এক্সট্রিম বাজারে আসবে আগামী বছরের শুরুতে।
নতুন প্রসেসরের দাম হবে ১০০০ ডলার এর কাছাকাছি। যারা কমদামে কিনতে আগ্রহি তাদের জন্য আই৭-৯৭০ নামে আরেকটি প্রসেসর পাওয়া যাবে।
ইন্টেল ছাড়াও এএমডি-র কমদামী ৬কোর প্রসেসর পাওয়া যায়। তারপরও ব্যবহারকারীরা এখনও বিপুল পরিমানে ডুয়াল কোর প্রসেসর কেনেন।

No comments:

Post a Comment