June 11, 2010

স্যামসাং ডুয়াল-সিম টাচফোন বি-৭৭২ Dual-SIM touch Samsung B7722

টাচস্ক্রিনের ডুয়াল-সিম ফোন বি-৭৭২২ এর ঘোষনা দিয়েছে স্যামসাং। আগেই এর কথা জানা গিয়েছিল, এবারে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হল। এতে থ্রিজি (এইচএসডিপিএ), ওয়াইফাই রয়েছে কানেকটিভিটি হিসেবে। এছাড়া ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
এর ডিসপ্লে ৩.২ ইঞ্চি, ডব্লিউকিউভিজিএ টাচস্ক্রিন। ওয়াই-ফাই এবং থ্রিজি ছাড়াও ব্লুটুথ, এফএম রেডিও, মাইক্রো এসডি কার্ড স্লট ইত্যাদি রয়েছে এতে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অবশ্যই দুটি সিম ব্যবহারের ব্যবস্থা। দুটি সিমেই জিএসএম ব্যবহার করা যাবে তবে থ্রিজি ব্যবহার করা যাবে একটিতে।
এর দাম ৫০০ ডলারের বেশি। এই দামে দুই সিম ব্যবহারের সেট কেনার চেয়ে অনায়াসে একই কনফিগারেশনের দুটি সেট কেনা সম্ভব।

No comments:

Post a Comment